Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ August ২০২৩

সিপিইআইএমইউ এর অবস্থান সম্পর্কিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ-১৭ (ক) অনুযাযী সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলককরণ) আইন, ১৯৯০ প্রণীত হয় । উক্ত আইন প্রয়োগার্থে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গত ২১/০৮/১৯৯০ তারিখে অনুমোদিত সার-সংক্ষেপ এবং সংস্থাপন মন্ত্রণালয়ের স্মারক নং-সম/সওব্য/টিম-৩(২)/৬১/৯০-৪২,  ১৭/০৯/১৯৯0 তারিখ মোতাবেক শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব মহোদয়ের সরাসরি নিয়ন্ত্রণে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ কোষটি সৃষ্টি করা হয়। এ কোষ/ইউনিটে ০১ জন মহাপরিচালক (যুগ্মসচিব), ০৩ জন পরিচালক (উপসচিব) এবং ০৭ জন উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) পদ মর্যাদার প্রশাসন ক্যাডারের ১১টি পদসহ মোট ৫৫টি পদ রয়েছে।

১৯৯০ সালে তৎকালীন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব মহোদয়ের সরাসরি নিয়ন্ত্রণে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ কোষটি সৃষ্টি করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর হিসেবে নয়। সুতরাং মন্ত্রণালয়ের পরিকল্পনা কোষের মত এ কোষটিও মন্ত্রণালয়ের অবিচ্ছেদ্য অঙ্গ। পরিকল্পনা কোষের লোকবল নিয়োগ/বদলি ইত্যাদি যে ভাবে মন্ত্রণালয় হতে সম্পাদিত হয়ে থাকে, অনুরুপভাবে এ ইউনিটের লোকবল নিয়োগ/বদলি এবং সকল আর্থিক সুবিধাদি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে হয়ে থাকে। যা শিক্ষা মন্ত্রণালয়ের ২৮/০৪/১৯৯১ তারিখের স্মারক নং-শাঃ ৭/৩পি-২৭/৯০/১৫৮-শিক্ষা, পত্রে স্পষ্টীকরণ করা হয়েছে ।

  • এ কোষের অবস্থান বিষয়ে স্মারক নং-প্রাগবি/প্রশা-১/২-এ/১/১(৯২), তারিখ ০১/১১/১৯৯২ মোতাবেক অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় কোষটিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাংগঠনিক কাঠামোতে অন্তর্ভুক্ত করা হয় এবং “ইউনিট” হিসাবে রূপান্তর করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
  • বাংলাদেশ সচিবালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য প্রচলিত নিয়োগবিধির আলোকে প্রথমে শিক্ষা মন্ত্রণালয় হতে এবং পরবর্তীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে এ কোষ/ইউনিটের কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়।
  • এ ইউনিটের কর্মচারীদের সিলেকশন গ্রেড স্কেল, টাইম স্কেল, ইবি ক্রস, চিকিৎসা ছুটি, অর্জিত ছুটিসহ সকল কার্যক্রমের অনুমোদনকারী কর্তৃপক্ষ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ।
  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং  এ ইউনিটের অভিন্ন অর্গানোগ্রাম 
  • এ ইউনিটটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে স্থানাভাবের কারণে শিক্ষা ভবনে কার্যক্রম পরিচালনা করে আসছে ।
  • প্রাথমিক  ও গণশিক্ষা মন্ত্র্রণালয় এর ইউনিট হিসেবে স্মারক নং-প্রাগম/বিদ্যালয়-১/৪এ-১/২০০৪ (অংশ-১)/৩৮১, তারিখঃ ২৭/০৯/২০০৬ মূলে ইউনিটের ৪৩টি পদ স্থায়ীকরণ এবং প্রাগম/প্রশা-২/২এ-৪৫/৯৪/২১২, তারিখঃ ১৮ মার্চ ২০০৮ মোতাবেক ইউনিটের কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ করা হয়েছে 
  • সচিবালয়ের ন্যায় এ  ইউনিটের “শাখা সহকারির” পদটি ফিডার পদধারী হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে পদবী পরিবর্তন করে “প্রশাসনিক কর্মকর্তা” করা হয়েছে 
  • সচিবালয়ের ন্যায় এ ইউনিটে কর্মরত হিসাবরক্ষককে সিলেকশন গ্রেড স্কেল প্রদান করা হয়েছে
  • প্রাথমিক  ও গণশিক্ষা মন্ত্র্রণালয় এর বাৎসরিক বাজেট ২০২২-২৩ এ প্রাতিষ্ঠানিক কোড নম্বর-12401 এর মধ্যেই এ ইউনিটের অবস্থান অর্থাৎ একই প্রতিষ্ঠান এবং একই বাজেট ।
  • সর্বোপরি এ ইউনিটটি  প্রাথমিক  ও গণশিক্ষা মন্ত্র্রণালয় এর একটি শাখা/উইং/ইউনিট হিসাবে কাজ করে যাচ্ছে।